সাভারের ট্যানারিতে জড়ো করা হচ্ছে সংগ্রহিত কাঁচা চামড়া
- আপডেট সময় : ০৫:২৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩
- / ১৬২৩ বার পড়া হয়েছে
সাভারের ট্যানারিতে জড়ো করা হচ্ছে সংগ্রহিত কাঁচা চামড়া। হেমায়েতপুরের ট্যানারীতে কাঁচা চামড়ায় লবণ মাখানো হচ্ছে। রোববার পর্যন্ত সেখানে চলছে সংরক্ষণ প্রক্রিয়া। এদিকে
চামড়া পাচাররোধে সাতক্ষীরার সীমান্ত জুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইন-শৃখংলা বাহিনী।
সকাল থেকে সাভারের ট্যানারিতে আসছে কাঁচা চামড়া। চামড়া সংরক্ষণ কাজে ব্যস্ত শ্রমিকরা। যদিও চামড়া প্রক্রিয়ার কেমিক্যালের ঊর্ধ্বমুখী দামে হতাশ ট্যানারি মালিকরা। আগের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেশি দামে কিনতে হচ্ছে প্রয়োজনীয় কেমিক্যাল। সাভারের হেমায়েতপুরের চামড়াশিল্প নগরীতে ট্রাক থেকে কাঁচা চামড়া নামিয়ে লবণ মাখিয়ে থরে থরে সাজিয়ে রাখা হচ্ছে। রোববার পর্যন্ত কাঁচা চামড়া সংগ্রহ করবেন ট্যানারি মালিকরা।
এক দশক ধরেই বিশেষ সিণ্ডিকেটের কারণে চামড়ার ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছ কোরবানীদাতা ও মসজিদ-মাদ্রাসা। এমন অবস্থায়, চামড়া পাচাররোধে সাতক্ষীরার সীমান্ত জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ব্যাটেলিয়ন, সাতক্ষীরা
জয়পুরহাটেও ধস নেমেছে পশুর চামড়ার বাজারে। মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, জেলার বাজারগুলোতে চামড়া এবারও বিক্রি করতে হচ্ছে কম দামে। এতে দিশেহারা তারা।
দাম না থাকায় অনেক স্থানে অনাদরে মাটিতেই পড়ে রয়েছে চামড়া।