সাভারের বিরুলিয়ায় ফুলের ব্যবসায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে চাষিরা
- আপডেট সময় : ০৭:৩৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
করোনার কারণে থমকে গেছে গোলাপ গ্রাম হিসেবে পরিচিত সাভারের বিরুলিয়া। তবে, ফুলের ব্যবসায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে চাষিরা। ব্যবসা টিকিয়ে রাখতে নেয়া হয়েছে নানা ধরনের পদক্ষেপও। সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ।
সাভারের বাগ্নীবাড়ী, মইস্তাপাড়া, কাকাবো, সামাইর, সাদুল্লাপুর, শ্যামপুরসহ বেশ কয়েকটি গ্রামে প্রায় ৩’শ হেক্টর জমিতে বানিজ্যিকভাবে ফুলের চাষ হয়। এর মধ্যে গোলাপের চাষই ২’শ হেক্টর জমিতে। গ্রামের বুক চিরে চলা আকাবাকা সরু মেঠোপথের দু’পাশে বিস্তীর্ণ গোলাপের বাগান। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসছে গোলাপ বাগান দেখতে। শুধু গোলাপই নয়– জারবেরা, গ্লাডিলিয়াস, কসমসসহ বিভিন্ন জাতের ফুল চাষ হয় এ অঞ্চলে।
ফুল বিক্রি করে স্থানীয় চাষীরা হয়েছেন স্বাবলম্বী। কর্মসংস্থান হয়েছে অনেক বেকার যুবকের। আশপাশের বিভিন্ন উৎসবে প্রায় অর্ধেকই যোগান দেয় এ অঞ্চলের ফুল। করোনার কারণে গেলো দু’বছর ধরে থমকে গেছে এ খাত। লোকসানে পড়েছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবুও বিশ্ব ভালোবাসা দিবস আর ২১ ফেব্রয়ারিকে সামনে রেখে ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তারা। দিনরাত পরিশ্রম আর দেখভালে ব্যস্ত সময় পার করছে সংশ্লিষ্টরা।
বিরুলিয়ার ফুল চাষিদের সার্বিক সহায়তা দেয়ার কথা জানায়, কৃষি বিভাগ।
ক্রেতাদের ভীড়ে আবারও ঘুরে দাঁড়ানোর আশা করছে গোলাপ চাষিরা।