সাভারের বিরুলিয়া ও দিনাজপুরে দু’জনের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৮:৫৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
- / ১৫৩০ বার পড়া হয়েছে
সাভারের বিরুলিয়া ও দিনাজপুরে দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সাভারের বোমকা এলাকার মাঠ থেকে উদ্ধার করা মরদেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যায় জড়িতদের শনাক্ত করা যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, মামলার প্রস্তুতি চলছে।
দিনাজপুরের ফুলবাড়ীর শিবনগরে পরিত্যক্ত ঘরের বারান্দা থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যায় ব্যবহৃত ছুরি ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে। স্থানীয় একজনের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ ছিল শহীদুলের।
সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল স্টেশনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন আবদুল হাকিম নামের এক ব্যক্তি।
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। সকালে সদর উপজেলার চোরকোল গ্রামে এ ঘটনা ঘটে।
সাভারে একটি অবৈধ মশার কয়েল কারখানায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মঙ্গল নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।