সাভারে অধিকাংশ খালই দখল করে নিয়েছে প্রভাবশালীরা
- আপডেট সময় : ০১:৫৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
সাভারে অধিকাংশ খালই দখল করে নিয়েছে প্রভাবশালীরা। সরকারী এসব খাল দখল করে কেউ নির্মাণ করেছেন বহুতল আবাসিক কেউ বানিয়েছেন বাণিজ্যিক ভবন। আবার কেউবা ধর্মীয় প্রতিষ্ঠানের নামে সাইনবোর্ড দিয়ে দখলে রেখেছেন জায়গা। এভাবে দখল হয়ে যাওয়ায় একদিকে খালের উপর যেমন কর্তৃত্ব হারাচ্ছে সরকার, তেমনি পয়নিষ্কাষনের অভাবে দূর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
সামান্য বৃষ্টি হলেই সাভারের অধিকাংশ রাস্তা-ঘাট বাড়ী-ঘর ও দোকান-পাট তলিয়ে যায়। প্রতি বছর উন্নয়নের নামে কোটি কোটি টাকা বরাদ্দ হলেও আলোর মুখ দেখেনা এলাকার সাধারন মানুষ। ভোক্তভোগিরা মানববন্ধন করেও এর সুফল পায়নি । অনুসন্ধানে জানা যায়, সাভারে ছোট-বড় প্রায় ৫০টি খাল ভূমিদস্যু ও প্রভাবশালীদের দখলে। রাস্তা নির্মাণ থেকে শুরু করে হাউজিং কোম্পানী, বহুতল গার্মেন্ট এবং সুপার মার্কেটসহ বিভিন্ন ধরনের বানিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলেছে তারা।
তবে আশার কথা শুনালেন স্থানীয় সরকারের এ প্রতিনিধি। জানালেন, খাল উদ্ধারে কাজ শুরু হয়েছে। আর উপজেলা পরিষদের চেয়ারম্যান জানালেন, খালের নাব্যতা ফিরিয়ে পেতে কাজ শুরু করা হয়েছে।
খাল দখলকে জলাবদ্ধতার অন্যতম কারন উল্লেখ করে স্থানীয় সাংসদ ত্রান প্রতিমন্ত্রী এ প্রতিবেককে বলেন, এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না, প্রয়োজনে নেয়া হবে কঠোর ব্যবস্থা। দখল হয়ে যাওয়া সরকারী খালগুলো উদ্ধারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে উদ্যোগী হবে প্রশাসন-এমনটাই প্রত্যাশা সাভারবাসীর।