সাভারে এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে অজ্ঞাত এক নারী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
সাভারে বাসা ভাড়া নেওয়ার কথা বলে বাড়িতে ঢুকে হাত পা বেধে হাজেরা বেগম নামের এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে অজ্ঞাত এক নারী।
গেলো রাতে সাভার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বিনোদনবাইদ এলাকায় ওই ঘটনা ঘটে। বাড়ির দারোয়ান সাইদুল ইসলাম জানান, বিকেলে বোরখা পরা এক নারী বাসা ভাড়া নেওয়ার জন্য এলে তাকে ওই ফ্ল্যাটে নিয়ে যান তিনি।
প্রায় ঘন্টাখানেক পর ওই নারী বাসা থেকে বের হয়ে গেলে হাজেরা বেগমের হাত-পা রশি ও ওড়না দিয়ে বাধা এবং মুখে স্কস টেপ মারা অবস্থায় মৃত পড়ে থাকতে দেখে দারোয়ান। পুলিশ জানায়, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাজেরা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।