সাভারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পঞ্চাশোর্ধ আরও দু’জনের মৃত্যু হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
সাভারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পঞ্চাশোর্ধ আরও দু’জনের মৃত্যু হয়েছে। এতে করোনায় সাভারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে।
সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাজমুল হুদা মিঠু জানান, সাভারে নতুন করে দু’জনের মৃত্যু হয়েছে। দু’জনই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান কর্মকর্তা। একজনের নাম নুরুল ইসলাম ও অপরজন নাজমুল হাছান। নুরুল ইসলাম সম্প্রতি করোনা পজিটিভ হলেও নাজমুল হাসনের আগেই করোনা পজিটিভ শনাক্ত হয়। তবে দু’জনই চিকিৎসাধীন অবস্থায় হাসপালে মারা যান বলে জানান তিনি। যথাযথ নিয়মে স্বাস্থ্য বিধি মেনে তাদের দাফন সম্পন্ন হয়েছে। এ নিয়ে উপজেলায় মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ৬ জন বলেও জানান ডা. নাজমুল হুদা মিঠু।