সাভারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেলো ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
সাভারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেলো ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্হায় মারা যান তারা । এ নিয়ে উপজেলায় মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ২১ জনে।
মৃতরা হলেন, ৯৩ বছর বয়সী আশুলিয়ার ডেন্ডাবরের শুকুর মাহমুদ এবং ৫০ বছর বয়সী বান্দু মিয়া। তবে আরেক জনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদা নতুন ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃতদের দাফন করা হবে।