সাভারে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

- আপডেট সময় : ১১:৪৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
সাভারে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের অধিকাংশই পোশাক শ্রমিক। তাদের করোনা সংক্রমণের চিত্র দেখে খোদ স্বাস্থ্য বিভাগই আতঙ্কিত। তারা দ্রুত সাভারের পোশাক কারখানা বন্ধের প্রস্তাব দিয়ে বলেছেন, অন্যথায় করোনার ভয়াবহ বিস্তার ঘটতে পারে।
শিল্পাঞ্চলখ্যাত সাভার উপজেলায় প্রায় ৭০ লাখ লোকের বাস; যার অধিকাংশই পোশাক শ্রমিক। দেশে করোনা শনাক্তের পর প্রথমদিকে তেমন সংক্রমণ না হলেও হঠাৎই তা ছড়িয়ে পড়েছে পোশাক শ্রমিকদের মাঝে। শুরু থেকে ২২ এপ্রিল পর্যন্ত উপজেলা জুড়ে মোট আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৯ জন, সেখানে গেলো এক সপ্তাহের ব্যবধানে ২৬ জন বেড়ে তা দাড়িয়েছে ৩৫ জনে। আক্রান্তদের অধিকাংশ পোশাক শ্রমিক হওয়ায় দ্রুত তা ছড়িয়ে পড়ছে অন্যদের মাঝেও।
করোনা ভাইরাসের এমন ভয়াবহতায় কাজে আগ্রহী নন বলে জানান পোশাক শ্রমিকরা, শুধুমাত্র চাকুরী হারানোর ভয়ে বাধ্য হয়েই ফিরতে হয় কারখানায়। আর স্থানীয় বাসিন্দাদের মতে, স্বাস্থ্য বিধি নিশ্চিত করা না গেলে, অবিলম্বে পোশাক কারখানা বন্ধ করে দেওয়া হোক।
করোনা পরিস্থিতিতে উদ্বিগ্ন পোশাক শ্রমিক নেতারাও বকেয়া বেতান-ভাতা পরিশোধসহ গার্মেন্ট বন্ধ করার পক্ষে মত দেন।
শ্রমিকদের সংক্রমের চিত্র ভাবিয়ে তুলেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগকে। চিন্তিত স্থানীয় প্রশাসনও। পরিস্থিতির ভয়বাহতায় অবিলম্বে শিল্পাঞ্চলের সকল পোশাক কারখানা বন্ধের আহ্বান জানিয়ে স্থানীয় প্রশাসনসহ প্রধানমন্ত্রীর দপ্তর আর স্বাস্থ্য অধিদপ্তরে লিখিত চিঠি দেয়া হয়েছে।
দেশের সর্বোচ্চ রপ্তানী আয়ের পোশাক খাতের বিষয়ে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার দ্রুত পদক্ষেপ নেবেেএমনটা ,মনে করছেন এ অঞ্চলের বাসিন্দারা।