সাভারে তিতাস গ্যাস অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী
- আপডেট সময় : ০৭:২০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
বাসা-বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস না থাকায় সাভারে তিতাস গ্যাস অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
দুপুরে তারা সাভারের শিমুলতলা এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানীর অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলে শত শত মানুষ অংশ নেন। এসময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরালীসহ দশটি গ্রামে ১০ দিন ধরে গ্যাস সংকট চলছে। গ্যাস সংকটে কয়েকশ’ পরিবার রান্না করতে না পেরে দুর্ভোগে পড়েছে। এতে বেশী দুর্ভোগ পোহাতে হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের। তাই এ অবস্থা থেকে পরিত্রাণের দাবিতে তারা সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সালেহ মুহাম্মদ খাদেমুদ্দীনকে অবরোধ করে রাখেন। পরে তিনি ২৪ ঘণ্টার মধ্যে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিলে বিক্ষুব্ধ লোকজন অবরোধ প্রত্যাহার করেন।