সাভারে বাসা থেকে ডেকে নিয়ে এক অটোচালককে হত্যা করেছে তারই বন্ধুরা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১১:২১ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
সাভারে বাসা থেকে ডেকে নিয়ে সোহেল নামে এক অটোচালককে হত্যা করেছে তারই বন্ধুরা।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে সাভারের রাজাশন এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাজাশনে তার বন্ধুরা ডেকে নিয়ে সোহেলের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমকিভাবে ধারনা পুর্বের কোন ক্ষোভ বা শত্রুতা থেকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় সাভার মডেল থানায় হত্যা মামলা দায়েরর প্রক্রিয়া চলছে। নিহত সোহেল হোসেন নীলফামারি জেলার জলঢাকা থানার মোকছেদুল হোসেনের ছেলে। সে সাভারে রাজাশনে পরিবারের সঙ্গে বসবাস করতো ও অটোরিকশা চালাতো।