সাভারে বিকাশের দোকানে তিনজনকে পিটিয়ে তিন লক্ষ টাকা লুট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
সাভারে একটি বিকাশের দোকানে তিনজনকে পিটিয়ে আহত করে তিন লক্ষ টাকা লুটপাট করেছে সন্ত্রাসীরা।
এলাকাবাসী জানায়, মজিদপুর মহল্লায় জাহিদ হোসেনের বিকাশের দোকানে টাকা ক্যাশ আউট করতে আসে স্থানীয় এক সন্ত্রাসী। এসময় দোকান মালিক জাহিদের ছেলে বিপুল ইসলাম বলেন, ক্যাশ আউট করা যাবে না। এতে ক্ষিপ্ত ওই সন্ত্রাসীর সাথে বিপুলের কথা কাটাকাটি হলে আরো কয়েকজন সন্ত্রাসী ডেকে বিকাশের দোকানটি ভাঙচুর করে দোকান মালিক জাহিদ ও তার ছেলে বিপুলকে পিটিয়ে গুরুতর জখম করে তিন লক্ষ টাকা লুট করে পালিয়ে যায়।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও টাকা উদ্ধার বা এর সাথে জড়িত কাউকে এখনও আটক করতে পারেনি।