সাভারে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা
- আপডেট সময় : ০৫:৩৫:১৯ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
- / ১৭১৫ বার পড়া হয়েছে
মেয়র ও প্রতিমন্ত্রীর ক্ষমতার দ্বন্দ্বের লড়াইয়ে প্রতিনিয়ত বেদখল হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের হল। আবাসিক হলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে সংঘর্ষে জড়াচ্ছে ছাত্রলীগের দুই গ্রুপ। গেলো রাতে নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে আহত হয়েছে ১০ জন। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে বরিশাল মেডিকেলে ভর্তি করা হয়েছে।
একটি পক্ষ মাস্ক ও হেলমেট পরে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হল ও বঙ্গবন্ধু হলে হানা দেয়। ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। শনিবার মধ্যরাতে ক্যাম্পাসে নিয়ন্ত্রণ হারানো পক্ষ মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার পর থেকে সাধারণ শিক্ষার্থী, বিশেষ করে আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রাতে যে পক্ষটি হামলা চালায় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী। দীর্ঘ সময় তারাই ক্যাম্পাসের হলগুলোর নিয়ন্ত্রণে ছিল। তবে নতুন সিটি মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে এই পক্ষ কোণঠাসা হয়ে পড়ে। এ সময় হলগুলোর নিয়ন্ত্রণ চলে যায় পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সমর্থকদের হাতে। নির্বাচনের দেড় মাসের মধ্যেই হল পুনরুদ্ধার করে নেয় সাদিকপন্থীরা।