সাভার ও আশুলিয়ায় অজ্ঞাত এক নারীসহ দু’জনের রহস্যজনক মৃত্যু
- আপডেট সময় : ০৮:৪৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
সাভার ও আশুলিয়ায় অজ্ঞাত এক নারীসহ দু’জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, সকালে পৌর এলাকার উলাইলে নির্মাণাধীন পাঁচ তলা বাড়ির নিচে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। অন্যদিকে, আশুলিয়ার জিরাবো বটতলা এলাকা থেকে রফিকুল ইসলাম নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকজন যুবকের সাথে তার ঝগড়া হয়। ওই যুবক তার মাকে ফোন করে নিজের জীবন সংশয়ের কথা জানিয়েছিলেন। যে কোন সময় তারা তাকে মেরে ফেলতে পারে বলে মাকে ইংগিত দেয় সে। সকালে একটি পরিত্যক্ত মাঠে গলায় গামছা পেচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতরাতে সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে হৃদয় মাতুব্বর, বেলায়েত হাওলাদার, আলেয়া বেগম নামে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।