সাভার গাঙ্গুটিয়া ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় এক প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
সাভারের ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউপি চেয়ারম্যান কাদের মোল্লার সহযোগিতায়, রাজা মিয়া ও তার ছেলে শরীফুল ইসলামের বিরুদ্ধে এক প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ উঠেছে।
জানা যায়, ওয়ারিশ সূত্রে মালিক হয়ে সোনাবান বানু ১৯৭২ সালের ৩রা অক্টোবর তার ১৪ শতাংশ জমি বিক্রি করেন জহির উদ্দিন ও তার স্ত্রী রেজিয়া খাতুনের কাছে। পরে জহির উদ্দিন মারা গেলে রেজিয়া খাতুন ও তার মেয়ে জুলেখা বেগমের জমি লিখে দেন দুই ভাই জুয়েল ও শাকিলের নামে। তবে সেই জমিতে ঢুকতে পারছেন না তারা। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা ক্যামেরার সাথে কথা বলতে রাজি হননি। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান কাদের মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করলে বিভিন্ন ভাবে টাললবাহানা করে সময় ক্ষেপন করেন তিনি।