সাভার, গোপালগঞ্জ ও মানিকগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে তিন ব্যক্তির মৃত্যু
- আপডেট সময় : ০৭:৫০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
গত ২৪ ঘন্টায় সাভার, গোপালগঞ্জ ও মানিকগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে তিন ব্যক্তি মারা গেছেন।
সাভারে এক বৃদ্ধ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হলো। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাজমুল হুদা মিঠু জানান, মৃত হাজী মানিক মিয়ার বাড়ী সাভারের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায়। করোনা ভাইরাস পজিটিভ থাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গোপালগঞ্জ জেলায় এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে লিটু সরদার নামে এক স্বাস্থ্যকর্মী মারা গেছেন। গতরাতে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ জানান, জেলা শহরের মেডিকেয়ার ক্লিনিকের ওটি সহকারী লিটু সরদার সপ্তাহখানেক আগে করোনা উপসর্গে অসুস্থ হয়ে পড়ে। নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হলে তার পজিটিভ রিপোর্ট আসে।
করোনায় আক্রান্ত হয়ে মানিকগঞ্জে এই প্রথমবারে মতো এক নারী মারা গেছেন। তার বাড়ি হরিরামপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, ৮ মে ওই নারী শ্বাসকষ্ট নিয়ে ঢাকার ইবনে-সিনা হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা করে করোনা পজিটিভ আসায় পরদিন তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তিনি মারা যান। প্রশাসনের ব্যবস্থাপনায় শনিবার সন্ধ্যায় তাকে মানিকগঞ্জের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।