সামনের দিনগুলোতে করোনা সংক্রমণ হার আরো বাড়তে পারে
- আপডেট সময় : ০১:৪০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
সামনের দিনগুলোতে সংক্রমণের হার আরো বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, দেশে সংক্রমণ কোথায় গিয়ে থামবে, সে সম্পর্কে কোনও ধারনা নেই। করোনার প্রকৃতি এখনো অজানা । তাই সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে যে কোন সময় আরো বিপজ্জনক হতে পারে।
প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব। এই ভাইরাসের তাণ্ডবে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর আধুনিক রাষ্ট্রগুলোও।পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে মানবসভ্যতা।পৃথিবীর সর্বত্র পৌঁছে যাওয়া এ ভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ৭ লাখ ২৩ হাজার মানুষের । আক্রান্ত হয়েছেন প্রায় ২ কোটি।আর গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হবার পর থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ লাখ ৬০ হাজারের বেশি মানুষ । আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৩ হাজারে।
এমন পরিস্থিতিতে দেশে আগামী এক সপ্তাহ করোনা সংক্রমণ আরো ভয়াবহ হতে পারে বলে ধারনা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।বিশ্বে করোনাভাইরাসের প্রথম ঢেউ চলছে। দ্বিতীয় ঢেউ এখনও আসেনি। তাই এখনই সচেতন না হলে পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে , তাও অনিশ্চিত গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।