সামরিক অভ্যুত্থান ‘অপরিহার্য’ ছিল : মিয়ানমারের সেনাপ্রধান
- আপডেট সময় : ০১:৪৬:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
দেশটিতে সামরিক অভ্যুত্থান ‘অপরিহার্য’ ছিল বলে মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিং অং হ্লাং দাবি করেছেন। দেশটিতে সেনা অভ্যুত্থানের পর আন্তর্জাতিক চাপের মুখে এ কথা বললেন তিনি। এদিকে, মিয়ানমারে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল ‘ক্যু’ হিসেবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র।
সেনা অভ্যুত্থান নিয়ে দেশটির সেনাবাহিনীর ফেসবুক পাতায় সেনাপ্রধানের প্রকাশিত বক্তব্যে জানা যায়, সেনাবাহিনী ক্ষমতা নিতে আগ্রহী ছিলো না। এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা যাতে এড়ানো যায় সে বিষয়ে নির্বাচিত সরকারকে বহুবার হুঁশিয়ারী দেয়া হয়। কিন্তু কোন ফল না পাওয়ায় এই পথ বেছে নিতে বাধ্য হয় দেশটির সেনাবাহিনী। এদিকে, দেশটির ওপর যে কোনো সময় কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দেয়া হচ্ছে তিনদিন ধরে। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে নিন্দা জানানোর পাশাপাশি গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে নিজ নিজ বাড়ি থেকে শব্দ করে প্রতিক্রিয়া জানান ইয়াংগুনবাসী। মঙ্গলবার ঘরের বারান্দা থেকে হাড়ি ও বাসন বাজিয়ে এবং সড়কে গাড়ির হর্ন বাজিয়ে প্রতিবাদ জানিয়েছেন তারা। এদিকে, সুচির অবস্থান নিয়ে কোন তথ্য পাওয়া যায়নি। এরমধ্যে পার্লামেন্টের আরও সদস্যদের আটক করেছে সেনাবাহিনী। ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো আলোচনায় বসেন সেনাপ্রধান মিন অং লাংই ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে। এদিকে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণ করায় মিয়ানমারের সঙ্গে সব ধরনের সহযোগিতামূলক সম্পর্ক বাতিল করা হতে পারে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।