সামরিক বাহিনী গঠনে বিভিন্ন মেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৩৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
- / ১৬৯০ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধের প্রথম গোলন্দাজ বাহিনী মুজিব ব্যাটারির স্মরণে চট্টগ্রামে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে কমপ্লেক্সটি ঘুরে দেখেন তিনি। পরে সকল সেনাসদস্যদের উদ্দেশে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন শেখ হাসিনা।
মুজিব ব্যাটারী বাংলাদেশের প্রথম আর্টিলারী ইউনিট বা ভারী অস্ত্র সংবলিত ইউনিট। মুক্তিযুদ্ধ চলাকালীন আগস্টের প্রথম সপ্তাহে পাকিস্তান থেকে পালিয়ে আসা গোলন্দাজ বাহিনীর ৮০ জন বাঙালী সদস্যকে নিয়ে গঠিত হয় এই বাহিনী।এই গোলন্দাজ বাহিনী স্মরণে চট্টগ্রামে তৈরি হয়েছে কমপ্লেক্স। ‘মুজিব ব্যাটারি স্মারক ও ঐতিহ্য তুলে ধরতে চট্টগ্রাম আর্টিলারি সেন্টার ও স্কুলে নির্মিত শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে নবনির্মিত কমপ্লেক্সে স্থাপিত আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন সরকার প্রধান। সেসময় তিনি জাদুঘরে স্থাপিত জাতির পিতার অতি বাস্তব প্রতিকৃতি, মুক্তিযুদ্ধে মুজিব ব্যাটারীর প্রথম গোলাবর্ষণকারী কামান, আর্টিলারি রেজিমেন্টে ব্যবহৃত গোলাবারুদ এবং গোলন্দাজ বাহিনীর উল্লেখযোগ্য অপারেশনের গৌরবময় ইতিহাস সম্পর্কে অবগত হন। এরপর সেনাসদস্যদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীর উন্নয়নে বর্তমান সরকার প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুগোপযোগী সামরিক বাহিনী গঠনের লক্ষ্যে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে এবং তা ধারাবাহিকভাবে বাস্তবায়ন করছে বলে উল্লেখ করেন সরকার প্রধান।