সামরিক সরঞ্জাম বেসামরিক লোকজনের বিরুদ্ধে ব্যবহার করছে মিয়ানমারের জান্তা সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫২৬ বার পড়া হয়েছে
রাশিয়া ও চীনের দেয়া যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম বেসামরিক লোকজনের বিরুদ্ধে ব্যবহার করছে মিয়ানমারের জান্তা সরকার। এতে মারা যাচ্ছে জান্তাবিরোধী সাধারণ মানুষ। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছেন জাতিসংঘের বিশেষজ্ঞ থমাস অ্যান্ড্রিউ।
গত বছর এক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করার পর থেকে রাশিয়া, চীন ও সার্বিয়া তাদের অস্ত্র সরবরাহ করে আসছে। প্রতিবেদনে নৃশংসতায় ব্যবহৃত এসব অস্ত্রের জোগান বন্ধের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান তিনি । এদিকে, মিয়ানমারের জান্তা বলছে, তারা ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে যুদ্ধ করছে। এ বিষয়ে জাতিসংঘের হস্তক্ষেপে আপত্তি জানিয়েছে তারা।