সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধু বানিয়ে বাসায় ডেকে ভিডিও ধারণের পর ব্ল্যাকমেইল
- আপডেট সময় : ০৯:২৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধু বানিয়ে বাসায় ডেকে ভিডিও ধারণের পর ব্ল্যাকমেইল করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে দুই নারী। এই অভিযোগে প্রতারকসহ সাতজনকে গ্রেফতার করেছে রেব-ওয়ান। এছাড়া, ধামরাইয়ের গৃহবধু সামিনাকে পুড়িয়ে হত্যা মামলায় ১৬ বছর পালিয়ে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি- রোকেয়া ও আব্দুর রহিমকে গ্রেফতার করেছে রেব-ফোর। রেবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে বিত্তবানদের টার্গেট করে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইলিং করে আসছিল এই চক্রটি।
সম্প্রতি এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে রেব-ওয়ানের একটি আভিযানিক দল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ৭ প্রতারককে গ্রেফতার করে।
রাজধানীর কাওরান বাজার রেব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অধিনায়ক আব্দুল্লাহ আল মোমেন জানান, ফেসবুকে বন্ধুত্ব করে অশ্লীল ভিডিও ধারণের পর কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি।
এদিকে ধামরাইয়ে ভাইয়ের বউকে পুড়িয়ে হত্যায় সহযোগিতা করার মামলায় ১৬ বছর পালিয়া থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী- রোকেয়া ও আব্দুর রহিমকে গ্রেফতার করেছে রেব-ফোর।
রেব-ফোরের অধিনায়ক জানান, যৌতুক দিতে না পারায় ২০০৫ সালে সামিনাকে পুড়িয়ে হত্যা করে আসামীরা।
পলাতক আসামীরা দীর্ঘদিন ধরে সুকৌশলে নানা ছদ্মবেশে পালিয়ে ছিলেন বলেও জানান, মোজাম্মেল হক।