সামাজিক সচেতনতা তৈরি করতে আলেমদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
- আপডেট সময় : ১২:০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
জঙ্গীবাদ ও সন্ত্রাস দমনে সামাজিক সচেতনতা তৈরি করতে আলেমদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, একইসাথে নারী ও শিশু নির্যাতন ও দুর্নীতি বন্ধে ধর্ম-বর্ণ, শ্রেণী-পেশা নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে।
সারাদেশে প্রতিটি জেলা ও উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় মুজিববর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে নির্মিত ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গণভবন থেকে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে এর উদ্বোধন করেন। এসময় তিনি আরো বলেন, বিশ্বব্যাপী জঙ্গীবাদের কারণে মানুষ হত্যা করে ইসলামের ভাবমূর্তী ক্ষূন্ন করা হচ্ছে। মুষ্টিমেয় মানুষের জন্য ইসলাম ধর্মের ইমেজ নষ্ট হচ্ছে বলেও দুঃখ প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার বীজ বপন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি কোন ধর্মকে নিষিদ্ধ করেননি বরং সব ধর্ম চর্চার সংস্কৃতি তৈরী করে দিয়েছিলেন। সেই অসাম্প্রদায়িক চেতনা ধারণ করেই পথ চলছে বাংলাদেশ।