সাম্প্রতিক সব নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি এখন নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ হারিয়ে ফেলছে : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩০:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
বাংলাদেশের পাসপোর্ট এবং বৈদেশিক সম্পর্ক নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাঁর এই মন্তব্যের পিছনে কোন দুরভিসন্ধি থাকতে পারে।
সাম্প্রতিক সব নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি এখন নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ হারিয়ে ফেলছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সম্পাদক। সকালে নিজ বাসভবনে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে গণমাধ্যমে দেয়া নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতেই কেবল বিএনপি নির্বাচনে অংশ নেয় উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে এখন সরকার এবং নির্বাচন কমিশনের উপর দায় চাপাচ্ছে তারা।