সাম্প্রদায়িক গোষ্ঠীর বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টা বন্ধ না হলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি
- আপডেট সময় : ০৮:২২:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী শিল্পকলার শক্তিশালী মাধ্যম- ভাস্কর্যের বিরোধিতায় নেমেছে। ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মপ্রাণ মানুষের মনে বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টা করছে তারা।
বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত ২২তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া ভার্চুয়াল বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধান ও রাষ্ট্রবিরোধী কোন বক্তব্য বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ার করে দেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, মুজিববর্ষ উপলক্ষে স্বাধীন বাংলাদেশের স্থপতি- বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর উদ্দেশ্যমূলক বক্তব্য এদেশের ঐতিহ্য ও সংস্কৃতির উপর চ্যালেঞ্জ। ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে কোন আলোচনা হতে পারে না বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।