সাম্প্রদায়িক সহিংসতায় জড়িত কেউ ছাড় পাবে না : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৩৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
সাম্প্রদায়িক সহিংসতায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, অপরাধীদের দ্রুত খুঁজে বের করে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে, যাতে কেউ আর এসব অপকর্ম করার সাহস না পায়। ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, যারা জনগণের বিশ্বাস অর্জন করতে পারেনি এবং উন্নয়ন-অগ্রযাত্রা ব্যাহত করতে চায়, তারাই সাম্প্রদায়িক উস্কানী দিচ্ছে।
ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসবের আয়োজনে গণভবন থেকে শুভেচ্ছা জানাতে ভার্চুয়ালী যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে পঁচাত্তর পরবর্তি সময়ে সাম্প্রদায়িক শক্তির উত্থান হয়েছিলো বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন- সংখ্যালঘু নয়, সমঅধিকার নিয়ে প্রতিটি ধর্মের মানুষ নিজস্ব উৎসব পালন করবে।
অসাম্প্রদায়িক চেতনা ধ্বংসে জড়িতদের কঠোর শাস্তি হবে বলে হুঁশিয়ারি দেন সরকার প্রধান।
নিরাপত্তার বিবেচনায় ক্ষুদ্র ও অস্থায়ী পূজামন্ডপ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সতর্ক থেকে সব ধর্মের মানুষকে উৎসব পালনের আহবান জানান প্রধানমন্ত্রী।