সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঢাকায় সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

- আপডেট সময় : ০৭:১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঢাকায় সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। এতে দলের সর্বস্তরের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সম্প্রীতির এই দেশে কোন সাম্প্রদায়িক গোষ্ঠীর স্থান নেই বলে দাবি করেন নেতাকর্মীরা। সাস্প্রদায়িকতার অপশক্তির বিষদাঁত ভেঙ্গে দিতে সবাইকে আরো বেশি সোচ্চার হবার আহ্বান জানান তারা।
দুর্গাপূজার দশমীর দিন থেকে দেশের বিভিন্না স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সকালে সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচিতে অংশ নেন দলে শীর্ষ নেতা ও কর্মীরা। শোভাযাত্রাটি জিরো পয়েন্ট থেকে সচিবালয় হয়ে শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে।
বৃষ্টি উপেক্ষা করেই ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। বঙ্গবন্ধু এভিনিউতে জড়ো হন সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরাও।
সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাম্প্রদায়িক অপশক্তিকে রাজপথেই রুখে দিতে নেতাকর্মীদের আহ্বান জানান।
দেশের উগ্রবাদী কিছু সংগঠন সম্প্রতি নষ্টে কাজ করছে, জানান যুবলীগের শীর্ষস্থানীয় নেতা কর্মীরা।
ছাত্রলীগের নেতারা বলেন, সংখ্যালঘুদের উপর বার বার হামলা চালিয়ে দেশকে অরাজকতার দিকে নিতে ব্যস্ত স্বাধীনতা বিরোধীরা।
এই কর্মসূচিতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ সংগঠনের শীর্ষনেতারা উপস্থিত ছিলেন।