সাম্প্রদায়িক হামলায় গ্রেপ্তারকৃতদের বিচার কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
দেশে সাম্প্রদায়িক হামলায় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিচার কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন- অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
দুপুরে সাভারের দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন আইনজীবিদের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সাম্প্রদায়িক হামলায় গ্রেপ্তারকৃত আসামীদের দেশের প্রচলিত আইনে বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে। নতুন করে আইন করে বিচার কার্যক্রম চালালে দেরী হবে, তাই প্রচলিত আইনেই বিচার কাজ সম্পন্ন করা হবে।