সারভাইভাল গেম শো 'One Man Show'
- আপডেট সময় : ০৬:৩০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুন ২০১৬
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
এসএ টেলিভিশনে ঈদ উল ফিতর ২০১৬ উপলক্ষে এসএ টেলিভিশনে ঈদ উল ফিতর ২০১৬ উপলক্ষে সারভাইভাল গেম শো ‘One Man Show’
উপস্থাপনায় ফুয়াদ এবং প্রযোজনায়: আবু জাফর রায়হান
এসএ টেলিভিশনে অনুষ্ঠানটির প্রচার ঈদের দিন হতে ঈদের ৬ষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬.১০মিনিটে।
অনুষ্ঠান সংক্ষেপঃ
আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে এসএটিভির ভিন্ন আয়োজন ঙহব গধহ ঝযড়।ি ১৬ জন ছেলে ও মেয়েকে নিয়ে আয়োজন করা হয়েছে পুরো সারভাইভাল গেম শো টি। গ্রুমিং সেশন এর মাধ্যমে ১৬ জন ছেলে-মেয়েকে ৪টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে ১ জন করে প্রতি পর্বে চূড়ান্ত প্রতিযোগী হিসাবে মনোনায়ন করা হবে, যারা একসাথে ফাইনাল পর্বে খেলবেন। প্রতিটি লেভেল থেকে ১জন করে মোট ৩জন একটি পর্ব থেকে বাদ পড়বে। এভাবে প্রতি পর্বে ৩জনকে বাদ দিয়ে ১ জনকে ফাইনাল পর্বের জন্য চূড়ান্ত করা হবে।
প্রতি পর্বে চূড়ান্ত প্রতিযোগীরা তিনটি ক্যাটাগরীতে সারভাইভাল চ্যালেঞ্জিং শোতে অংশ নিবে। ১/ লেভেল-০১ পরীক্ষা, ২/ লেভেল-০২ পরীক্ষা ৩/ লেভেল-০৩ পরীক্ষা। আর এই পুরো অনুষ্ঠানটি আউটডোর এ চিত্রায়ন করা হয়েছে। একজন উপস্থাপক এই পুরো আয়োজনটি সঞ্চালনা করবেন।