সারাদেশের আবাসিক গ্যাস সংযোগের ৯০ শতাংশই ঝুঁকিতে
- আপডেট সময় : ০৮:৩১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
সারাদেশের আবাসিক গ্যাস সংযোগের ৯০ শতাংশই ঝুঁকিতে রয়েছে। এমন তথ্য জানালেন জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, ঝুঁকির সমাধান শুধু যে সরকারী প্রতিষ্ঠান করবে তা নয়, এটা গ্রাহকেরও দায়িত্ব। বিকেলে প্রি-পেইড পোস্ট পেইড গ্যাস মিটার ক্রয় নীতিমালা সংক্রান্ত এক উন্মুক্ত আলোচনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন প্রতিমন্ত্রী।
২০২০ সালের ডিসেম্বর মাসের মধ্যে রাজধানীতে দুই লাখ প্রি-পেইড মিটার স্থাপন করতে চায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ প্রকল্প বাস্তবায়ন হলে ঢাকায় প্রতিদিন প্রায় ১৫০ মিলিয়ন কিউবিক ফুট গ্যাস চুরি রোধ করার পাশাপাশি গ্যাসের অবৈধ সংযোগও বন্ধ করা সম্ভব হবে- এমনটা বলে আসছে তিতাস।
তবে ঠিক কতগুলো বৈধ ও অবৈধ আবাসিক সংযোগ আছে তা জানা নেই মন্ত্রনালয়ের সচিবেরই। তাই পেট্রোবাংলা আয়োজিত আলোচনায় সাংবাদিকদের তিনি জানান, আবাসিকে গ্যাস সংযোগ দেয়াটাই সঠিক নয়।
আবাসিক গ্যাসের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী জানান, এখনো বেশ ঝুকিপূর্ণ রয়েছে অধিকাংশ বাসাবাড়ির সংযোগ। তবে এ দায় কারো একার নয়।
তিনি বলেন, প্রি পেইড বিদ্যুৎ মিটার জনপ্রিয়তা না পেলেও তিনি আশা করেন প্রি পেইড গ্যাস মিটার সহ স্মার্ট মিটার সবারই পছন্দ হবে। এতে সঠিক হিসেব পাওয়ায় চুরি কমবে।
তার মতে, এই মিটার ক্রয়ে বেসরকারী খাত এগিয়ে এলে মিটারগুলোর দামেও ক্রেতারা স্বস্তি পাবেন।