সারাদেশের ইউনিয়নে আওয়ামী লীগের শান্তি সমাবেশ
- আপডেট সময় : ০৫:৪৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৭৭৬ বার পড়া হয়েছে
বিএনপির ডাকা কর্মসূচির দিনে পাল্টা কর্মসূচি দিয়ে সারাদেশের ইউনিয়নে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়ষন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে তাদের এই কর্মসূচি পালনে সবাইকে আহ্বান জানানো হয়।
সিরাজগঞ্জের পাকইপাড়া বাজারে আওয়ামীলীগের ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিএনপি নেতা ইকবাল মাহমুদ টুকু এলাকায় থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডকে উস্কানি দিচ্ছেন বলে জানান স্থানীয় সংসদ সদস্য।
সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি সমাবেশ কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। সকালে চরবাড়িয়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সমাবেশ করে তারা।
নাটোরে মিছিল বের করার ফাঁকেই বিএনপির পদযাত্রা মঞ্চ দখল করে শান্তি সমাবেশ করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের দিয়াড় মাদ্রাসাঘাট বটতলা মোড়ে এ ঘটনা ঘটেছে। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের মিথ্যা প্রচারণায় বিশ্বাস করা যাবে না। শেখ হাসিনার নেতৃত্বে আবারো সরকার গঠনের অঙ্গীকার করেন তারা।
পঞ্চগড় সদরের ধাক্কামারা ইউনিয়নে শান্তি মিছিল বের হয়। পরে রেলওয়ে স্টেশন চত্বরে শান্তি সমাবেশে অংশ নেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।
পটুয়াখালী পৌর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ হয়। এ নিয়ে বড় দলের নেতাকর্মীদের মধ্যে রাজনৈতিক ব্যস্ততা লক্ষ্য করা গেছে।
ফরিদপুর কাচারদিয়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিএনপির জ্বালাও পোড়াও আগুন সন্ত্রাসের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সাতক্ষীরার শ্যামনগর বাসস্টান্ড চত্বরে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। জামাত বিএনপির নৈরাজ্য ও দেশবিরোধী অপতৎপরতা রুখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।
কুড়িগ্রামের ৯ উপজেলার ৭২টি ইউনিয়নে একযোগে শান্তি সমাবেশ করেছে ইউনিয়ন আওয়ামী লীগ। বেলা ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতিটি ইউনিয়নে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, বিএনপি-জামাত আবারও দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। এজন্য সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে রাজপথে থাকার আহ্বান জানান বক্তারা।
মানিকগঞ্জেও আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্টিত হয়েছে। মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগ দুপুরে মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতিস্তম্ভে এই সমাবেশের আয়োজন করে। বিএনপি- জামাত অশুভ শক্তির সন্ত্রাস,নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজণীতির বিরুদ্ধে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।