সারাদেশের শহীদ মিনারে জনতার ঢল
- আপডেট সময় : ০৩:০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৬০ বার পড়া হয়েছে
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। পূর্ণ হলো ভাষা আন্দোলনের ৭২ বছর। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় যারা জীবন উৎসর্গ করেছেন তাদের শ্রদ্ধায় স্মরণ করছে দেশবাসী। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং বিদেশী কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার সর্বস্তরের জন্য উন্মুক্ত করে দিলে বাধভাঙ্গা জোয়ারে ফুলেল শ্রদ্ধায় ভরে ওঠে।
অমর একুশে ফেব্রুয়ারি। বুকের রক্তে মায়ের ভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠার দিন। সালাম রফিক জব্বারদের রক্তের স্মৃতিচিহ্ন ধারণ করে স্মৃতির মিনারে রক্তলাল পলাশ।
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানাবার আনুষ্ঠানিকতা।
শহীদ বেদীর সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন বায়ান্নোর সূর্য সন্তানদের।
দলের সিনিয়র নেতা এবং মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে নিয়ে আরো একবার শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
রাষ্ট্র ও সরকার প্রধানের পরই ভাষাশহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।
শ্রদ্ধা জানান ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু।
বায়ান্নোর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সংসদের বিরোধী দলীয় নেতা।
এরপর একে একে শ্রদ্ধা জানাবার মিছিলে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার, বিদেশী কূটনৈতিক মিশনগুলোর প্রধান, সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক দলগুলো। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর কেন্দ্রীয় শহীদ মিনার উন্মুক্ত করা হয় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য।
\