সারাদেশের হাসপাতালগুলোতে অক্সিজেনের অভাবে রোগীর স্বজনদের দিশেহারা অবস্থা
- আপডেট সময় : ০১:৫০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনার সংকটে সারাদেশের হাসপাতালগুলোতে অক্সিজেনের অভাবে রোগীর স্বজনদের দিশেহারা অবস্থা। তারপরও সরকার সাফাই দিচ্ছে, হাসপাতালগুলোতে আইসিইউ ও অক্সিজেনের অভাব নেই। সকালে এক অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে তিনি আরো বলেন, জনগণকে সম্পৃক্ত রেখে করোনা মোকিবালায় বিএনপির প্রস্তাব প্রত্যাখান করার কারণে করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে।
লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে হেল্প সেন্টার ও করোনাকালে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চূয়ালী যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশ এখন দু:সময়ে অতিক্রম করছে। করোনার সংকটে সারাদেশের হাসপাতালগুলোতে অক্সিজেনের অভাবে রোগীর হাহাকারের কথাও তুলে ধরেন তিনি।
জবরদস্তি করে ক্ষমতায় থেকে দেশের মানুষের জীবন-জীবিকা নিয়ে ছিনিমিনি খেলছে সরকার, এমন অভিযোগ জানিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ এখন করোনা ও আওয়ামী দানবের হাতে পড়ে দিশেহারা।
করোনা সংক্রমণ কমাতে বিধিনিষেধ ঘোষনার পর সবকিছু খোলা রাখা জনগণের সাথে তামাসা ছাড়া আর কিছুই নয় বলেও মন্তব্য বিএনপির এই নেতার।