সারাদেশে অনুমোদনবিহীন ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিকের বিরুদ্ধে অভিযান
- আপডেট সময় : ০৫:৪৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে সারাদেশের মতো রাজশাহীতেও অনুমোদনবিহীন ক্লিনিক, হাসপাতাল এবং ডায়াগনস্টিকের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।
সকালে স্বাস্থ্য বিভাগের আলাদা ৩টি টিম নগরীর লক্ষীপুর ও আশেপাশের এলাকার হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায়। নগরীতে ৩টি ও উপজেলাগুলোতে ৯টি পরিদর্শক দল বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে
নেত্রকোণায় অনুমোদনহীন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের অভিযানে প্রান্ত, নিউ ল্যাব, যমুনাসহ আটটি ডায়াগনস্টিক ও নিউ কেয়ার নামে একটি প্রাইভেট হাসপাতাল সিলগালা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে লাইসেন্সবিহীন বিভিন্ন ক্লিনিক ও বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ। শহরের কুমারশীল মোড়ের আলিফ ডায়াগনস্টিক সেন্টার ও খৈয়াসায় লিবার্টি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।
টাঙ্গাইলে অবৈধভাবে গড়ে উঠা ডায়াগনস্টিক সেন্টার বন্ধের অভিযানে ৪টি ক্লিনিক সিলগালা করা হয়েছে। এ অভিযান চলবে বলে জানান সিভিল সার্জন।