সারাদেশে আজ করোনায় ৭৪ জনের মৃত্যুর নতুন রেকর্ড
- আপডেট সময় : ০৭:২২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
প্রতিদিনই বেড়ে চলেছে করোনার মৃত্যু। সারাদেশে আজ ৭৪ জনের মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। এদের মধ্যে পুরুষ ৪৮ জন ও ২৬ জন নারী।
৭৪ জনের মধ্যে হাসপাতালে ৭০ জন ও বাড়িতে চার জনের মৃত্যু হয়। গতবছরের ১৮ মার্চের পর থেকে এপর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৫২১ জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় ২৪৩টি ল্যাবরেটরিতে ৩৩ হাজার ৩২৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা হয়েছে ৩৩ হাজার ১৯৩টি। তাতে করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৮৫৪ জন। এ পর্যন্ত ৪৯ লাখ ১৫ হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জনে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গেলো ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৩৯১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৫ লাখ ৬৫ হাজার ৩০ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২১ শতাংশ। সুস্থতার হার ৮৪ শতাংশ এবং মৃত্যুহার ১.৪৩ শতাংশ ।