সারাদেশে আজ থেকে দেশে শুরু হয়েছে গণটিকাদান কর্মসূচি
- আপডেট সময় : ০১:৫০:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
সারাদেশে পঞ্চাশোর্ধ্ব জনগোষ্ঠী, নারী, শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে আজ থেকে দেশে শুরু হয়েছে গণটিকাদান কর্মসূচি। ৬ দিনে ৩২ লাখ মানুষকে টিকা দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সারাদেশে চার হাজার ৬০০টি ইউনিয়নে, এক হাজার ৫৪টি পৌরসভায় এবং সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে এই টিকা দেয়া হবে। সকাল ৯টা থেকে শুরু হওয়া টিকাদান কার্যক্রম চলবে বেলা ৩টা পর্যন্ত।
চট্টগ্রাম জেলা ও সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় ৩২৬টি কেন্দ্রে করোনার গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ১ম দিনে শুধু মহানগরেই ৫০ হাজার মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা। চট্টগ্রামের ১৫ উপজেলায় ১৯০টি ইউনিয়নে কেন্দ্রে ভিড় করেছেন ২৫ বছর ও তদূর্ধ্বরা।
ময়মনসিংহে ১৪৬টি ইউনিয়ন, ১টি সিটি কর্পোরেশন ও ২টি পৌরসভার ৫৪৩টি বুথে একযোগে শুরু হয়েছে গণটিকা কার্যক্রম চলছে।
চাঁদপুর জেলার ৯০টি ইউনিয়নের এবং দুইটি পৌরসভায় মোট ৬১ হাজার ২শ’ মানুষ আজ টিকা পাবেন।
করোনা সংক্রমন নিয়ন্ত্রণে সারাদেশের সাথে সিরাজগঞ্জেও শুরু হয়েছে গণটিকাদান কর্মসূচি। সকাল ৯টা থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়।
নেত্রকোনাতেও ইউনিয়ন পর্যায়ে করোনা সংক্রমণ রোধে টিকা কার্যক্রম শুরু হয়েছে। সকালে মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক।
এদিকে, দুর্গম এলাকা হওয়ায় বান্দরবানে চারটি ইউনিয়ন তিন্দু, রেমাক্রি, রেমাক্রি প্রাংসা এবং কুরুকপাতা ইউনিয়নে করোনা টিকাদান কার্যক্রম স্থগিত করেছে জেলা স্বাস্থ্যবিভাগ