সারাদেশে আলাদা দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই নারীসহ ৪ জন
- আপডেট সময় : ০৪:৪৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
সারাদেশে আলাদা দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই নারীসহ ৪ জন। টাঙ্গাইলের নাগরপুরে নসিমনের সাথে ধাক্কায় দুই নারী নিহত হন। আহত বেশ কয়েকজন।
বৃহস্পতিবার সকালে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের দক্ষিনঘাগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন উপজেলার পাকুটিয়া ইউনিয়নের উজালা বেগম ও মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার শেফালী বেগম। এ ঘটনায় একজন আহত হয়েছেন। নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সকালে একটি চলন্ত বাসকে স্থান ছেড়ে দিতে গিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা পথচারিদের সাথে ধাক্কা দেয় নসিমনটি। নসিমনটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। এদিকে কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সুজন নামের এক ট্রাক চালক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ২ জন। দুপুরে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের লক্ষীপুর বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। আর গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মটর সাইকেল খালে পড়ে সুমন দেবনাথ নামে এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজীব হাসান জানান, সকালে মটর সাইকেলে করে উজানী বাজার থেকে মুকসুদপুর যাচ্ছিলেন সুমন।