সারাদেশে আশঙ্কাজনক হারে বেড়েছে ভাইরাস জ্বর, সর্দি, কাশি এবং ডায়রিয়ার প্রকোপ
- আপডেট সময় : ০৮:৩৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
গত কয়েক দিনে সারাদেশে আশঙ্কাজনক হারে বেড়েছে জ্বর, সর্দি-কাশি এবং ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। সাথে বাড়ছে করোনার প্রভাবও। তবে এখনো শুরু হয়নি ডেঙ্গুর প্রকোপ। এমন পরিস্থিতিতে সংক্রমণ এড়িয়ে সুস্থ থাকতে সচেতনতা বাড়ানোর কথাই বলছেন চিকিৎসকরা।
বর্ষা শুরু হতেই তাপমাত্রার ওঠানামায় সারাদেশে বেড়েছে ভাইরাস জ্বর, সর্দি, কাশি এবং ডায়রিয়ার প্রকোপ। সাথে বেড়েছে করোনা রোগীর সংখ্যাও। হাসপাতালগুলোতেও বাড়ছে এমন রোগীর সংখ্যা। তবে এই প্রবণতা সবচে’ বেশি– ঘনবসতিপূর্ণ রাজধানী ঢাকায়। প্রায় ঘরে ঘরেই এখন রয়েছে এই রোগী।
বেশ ক’দিন জ্বরে ভোগার পর অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকেই।
ঢাকা শিশু হাসপাতালেও এখন বেশীরভাগ শিশুকে আনা হচ্ছে জ্বর-ঠান্ডা জনিত অসুস্থতায়।
রোগীর সংখ্যা বাড়ায় ঢাকার হাসপাতালগুলোতে এখন আর বেড খালি পাওয়া যাচ্ছে না। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও হাসপাতালে মিলছে না ভর্তির সুযোগ।
এমন পরিস্থিতিতে বেশিরভাগ রোগীকেই চিকিৎসকরা আতঙ্কিত না হয়ে বহির্বিভাগ থেকে প্রাথমিক ব্যবস্থাপত্র দিয়ে বাড়িতে বিশ্রাম নেয়ার পরামর্শ দিচ্ছেন।
এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, মৌসুম পরিবর্তনে তাপমাত্রার হেরফেরে জ্বর-সর্দির সাথে বাড়ছে করোনার আক্রমণও। লক্ষণ মিললে পরীক্ষা করিয়ে চিকিৎসা নেবার পরামর্শ তাদের।
বৃষ্টি বাড়লে ভাইরাস-জনিত জ্বর কমে ডেঙ্গু বাড়ার আশংকায় আগেই সতর্ক হবার পরামর্শ চিকিৎসকদের