সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর
- আপডেট সময় : ১১:৫৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩
- / ১৭২০ বার পড়া হয়েছে
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ধর্মীয় গাম্ভির্য ও উৎসব-উদ্দিপনায় সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন, জ্যেষ্ঠ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। নামাজ শেষে মোনাজাতে দেশ জাতি ও মুসলিম উম্মার কল্যাণ ও শান্তি কামনায় দোয়া করা হয়।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ খুশির ঈদ। ঈদুল ফিতরের নামাজ পড়তে ভোর থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জড়ো হন হাজারো মুসল্লি।
নিরাপত্তা তল্লাসী পেরিয়ে মসজিদে প্রবেশ করেন নামাজিরা। মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো মসজিদ। দিনের প্রথম জামাত হয় সকাল ৭টায়। ইমামতি করেন জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান।
বায়তুল মোকররমে ঈদের ৫টি জামাত হয়। প্রতিটি জামাতেই ছিল মুসল্লিদের ব্যাপক সমাগম। প্রতিটি নামাজে খুতবার পর দোয়া মোনাজাত করা হয়। এসময় দেশ জাতি ও মুসলিম উম্মার কল্যাণ ও শান্তি কামনায় দোয়া করা হয়। নামায শেষে ঈদের চির চেনা রুপ ভ্রাতিত্বের বন্ধন ছড়িয়ে পড়ে কোলাকুলিতে। সার্বজনীন ভালবাসায় আবদ্ধ হন সব বয়সের মানুষ।
রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকেই বায়তুল মোকাররমে আসেন মুসল্লিরা। মোনাজাতে আল্লাহর কাছে নিজ এবং পরিবার পরিজনের জন্য দোয়া কামনা করেন। পরিবারের সদস্যদের সাথে ঈদের জামাতে অংশ নিয়ে খুশি শিশুরাও।
বাঙ্গালী জীবনে বড় একটা জায়গা জুড়ে আছে রাজনীতি। তাই ঈদের দিনেও রাজনীতিতে মানবিকতার চর্চা আর পাসবিকতা মুক্ত সমাজের আশাবাদ ধ্বনিত হয় সবার মুখে মুখে। বায়তুল মোকাররমে মুসল্লিদের উপস্থিতিতে উৎসব মুখর ছিল পল্টন ও গুলিস্তান এলাকা।