সারাদেশে করোনার ভ্যাকসিন প্রয়োগের উদ্বোধন কাল
- আপডেট সময় : ০৬:২০:০৫ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
সারাদেশে করোনার ভ্যাকসিন প্রয়োগের উদ্বোধন হচ্ছে কাল। এ উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বিভাগীয় শহরসহ জেলা-উপজেলার সব সরকারি হাসপাতাল, সিটি কর্পোরেশন ও পৌরসভার ১ হাজার কেন্দ্রে দেয়া হবে এই টিকা। এজন্য স্বাস্থ্যকর্মীদের ২ হাজার ৪০২টি দল টিকাদানে নিয়োজিত থাকবে। বিভাগীয় শহর, জেলা ও উপজেলায় চলছে রেজিস্ট্রেশন।
বুধবার সকাল ৯টা থেকে সারাদেশে একযোগে করোনার টিকা দেয়া শুরু হবে। ঢাকা উত্তর সিটির ৩০টি ও দক্ষিণ সিটির ১৯টি কেন্দ্রে তিনশ’র বেশি টিম টিকা প্রয়োগে কাজ করবে। চার সপ্তাহ পর করোনার দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
চট্টগ্রাম মেডিকেলসহ ১৬টি কেন্দ্রে করোনা টিকাদানের প্রয়োগের সব ধরণের প্রস্তুতি শেষ করেছে চট্টগ্রাম স্বাস্থ্য অধিদপ্তর ও সিটিকর্পোরেশন। কাল সকালে চট্টগ্রাম মেডিকেলে করোনা ভ্যাকসিন প্রয়োগের আনুষ্ঠানিকতা শুরু হবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রাম মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার হুমায়ুন কবীরকে প্রথম টিকা দিয়ে। পরে ধীরে ধীরে ২ হাজার স্বাস্থ্যকর্মীসহ অন্যরা টিকা নিবেন।
খুলনায় কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ে সকল প্রকার অপপ্রচার ও গুজব প্রতিরোধে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন সিটি মেয়রসহ অনেকে।
পটুয়াখালীতে মোট ৮টি হাসপাতালে ৪৮ হাজার করোনা ভ্যাকসিন দেয়া হবে। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৮টি বুথ এবং প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি করে বুথ প্রস্তুত রাখা হয়েছে। পুলিশ সদস্যদের জন্য রয়েছে পুলিশ হাসপাতালে একটি বুথ। করা হয়েছে।
মৌলভীবাজারের সদর হাসপাতালসহ জেলার ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি করোনার টিকা দিতে। ৩ হাজার ভায়ালের ৩০ হাজার টিকা দেয়া হবে ৮ টি বুথে। উপজেলা পর্যায়ে রয়েছে ৩ টি করে টিকা দেয়ার বুথ।
ঠাকুরগাঁওয়ে কাল টিকা নেবেন ৯শ থেকে ১১ শ মানুষ। ১ম দিন সদর উপজেলার ৩শ থেকে ৪শ রেজিস্ট্রেশনকৃত ব্যক্তিকে ভ্যাকসিন দেয়া হবে। এছাড়া বাকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে দেড়শ থেকে ২শ জনকে টিকা দেয়া হবে।
এদিকে, জামালপুর সদর হাসপাতাল, পুলিশ লাইনস হাসপাতাল ও ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে এই কার্যক্রম শুরু হবে।