সারাদেশে করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছাড়ালো ৮ হাজার
- আপডেট সময় : ০৭:২৫:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
- / ১৫১৭ বার পড়া হয়েছে
দেশে করোনা মহামারি শুরুর পর এবার একদিনে রেকর্ড- সর্বোচ্চ ৮ হাজার ৩৬৪ জনের করোনা শনাক্ত হলো। এর আগে চলতি বছরের ৭ এপ্রিল সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। সোমবার স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২৪ ঘণ্টায় করোনায় আরো ১০৪ জনের মৃত্যু ঘটেছে।
এ নিয়ে সারাদেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ২৭৬ জনে। আর শনাক্তের মোট সংখ্যা ৮ লাখ ৯৬ হাজার ৬৭০ জন। গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৭৮৩ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষার পর শনাক্তের হার দাঁড়িয়েছে প্রায় ২৪ শতাংশ। সরকারি-বেসরকারি ৫৫৪টি ল্যাবরেটরিতে ৩৫ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। বিজ্ঞপ্তিতে আরো জানান হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৭০ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৮ লাখ ৭ হাজার ৬৭৩ জন। সুস্থতার হার প্রায় ৯০ শতাংশ। দুপুরে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন জানান, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড টিকার সংকট খুব দ্রুত শেষ হবে না। তিনি বলেন, ভারত থেকে অগ্রিম অর্থ দিয়ে যে পরিমাণ টিকা কেনা হয়েছিল সেই পরিমাণ টিকা সরবরাহের সমাধান এখনও হয়নি। অন্যান্য স্থান থেকেও এই টিকা পাওয়া সম্ভব হচ্ছে না।