সারাদেশে করোনায় গত ২৪ ঘন্টায় ১৫ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৮:৩২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
সারাদেশে করোনায় গত ২৪ ঘন্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১৪ হাজার ৮২৮ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিকে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, চলমান বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর বিষয়ে ৭ দিন পর জানানো হবে। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনময়ে এ কথা জানান তিনি।
নতুন ধরন ওমিক্রনের পাশাপাশি প্রতিদিনই দেশে বেড়ে চলেছে করোনার সংক্রমণ। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সংক্রমণ রোধে টিকা প্রদানসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। টিকা গ্রহনে আগ্রহও বেড়েছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ২৪ ঘন্টায় সারাদেশে করোনা আক্রান্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা এখন ২৮ হাজার ২৩৮।
একদিনে শনাক্ত হয়েছে আরও ১৪ হাজার ৮২৮ জন। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩২ দশমিক ৩৭ শতাংশ। এ পর্যন্ত ১৫ লাখ ৫৭ হাজার ৮৫৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনময় করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। করোনা সংক্রমণ রোধে মাস্ক পরার বাধ্যবাধকতাসহ চলমান বিধিনিষেধের মেয়াদ নিয়ে কথা বলেন তিনি।
গণপরিবহণেও বিধিনিষেধ নিশ্চিতে সংশ্লিষ্টদের সহযোগিতা চান প্রতিমন্ত্রী।