সারাদেশে কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা
- আপডেট সময় : ১১:৪১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
- / ১৬৬১ বার পড়া হয়েছে
সারাদেশে কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগ দিচ্ছেন পুলিশ সদস্যরা। সড়কে শৃংখলা ফেরাতে কর্মব্যস্ততা বেড়েছে ট্রাফিক বিভাগের। এতে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝেও। কাজে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা।
চট্টগ্রামে থানায় থানায় কাজ শুরুর পর রাস্তায় ট্রাফিক ম্যানেজমেন্টেও অংশ নিচ্ছে পুলিশ সদস্যরা ।প্রথম দিনে নগরীর ৫টি পয়েন্টে কাজে যোগ দিয়েছেন পোষাক পরিহিত পুলিশ সদস্যরা। তবে তাদের সহযোগীতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরাও রাজপথে আছেন। সিএমপি জানায়, গত তিন দিন ধরেই সবকটি থানায় সেবাদানের কাজ শুরু হয়েছে।
পুরোদমে কাজে যোগ দিয়েছে রংপুর মহানগর ট্রাফিক পুলিশ। সকাল সাতটা থেকে মহানগরের বিভিন্ন ট্রাফিক পয়েন্টে দায়িত্ব পালন শুরু করে তারা।এ সময় ট্রাফিক পুলিশকে সহযোগিতা করতে অন্য দিনের মতো বিএনসিসি সদস্য সহ বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদেরও দেখা গেছে।
.
বরিশালে টানা ৮ দিন পর কর্মস্থলে ফিরেছে পুলিশ। সকাল থেকে ট্রাফিক পুলিশের সদস্যরা সড়কে দায়িত্ব পালন করছে।
ছয়দিন পর বগুড়ায় যানজট নিয়ন্ত্রণে নেমেছে ট্রাফিক পুলিশ। সীমিত পরিসরে ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু করেছে। শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় ট্রাফিক পুলিশকে শিক্ষার্থীদের সাথে যানজট নিয়ন্ত্রণে কাজ করছে।এ সময় ছাত্র-জনতা করতালির মাধ্যমে ট্রাফিক পুলিশকে উৎসাহিত করেন।
৭ দিন পর ঝিনাইদহে কাজ শুরু করেছে পুলিশ সদস্যরা। সকাল থেকে জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ শুরু করেন। এতে স্বস্তি নেমেছে জেলার সাধারণ মানুষের মাঝে।ট্রাফিক বিভাগ জানায়, জেলার ৬ উপজেলার ৪০টি গুরুত্বপূর্ণ স্থানে তারা কাজ শুরু করেছেন।এদিকে, কাজে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা।
কুমিল্লার ১৮ টি থানাতে স্বল্প পরিসরে পুলিশি কার্যক্রম শুরু হয়েছে।সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়।কোতোয়ালি মডেল থানায় ওসি ফিরোজ হোসেন জানান, থানায় সকাল থেকেই সকল কার্যক্রম শুরু হয়েছে এবং নাগরিকদের সেবা দেয়া হচ্ছে।
সট: ফিরোজ হোসেন, ওসি, কোতোয়ালি মডেল থানা-কুমিল্লা।
একযোগে শুরু হয়েছে গাইবান্ধার ৭ থানার পুলিশিং কার্যক্রম। সকালে পুলিশ সুপার কামাল হোসেন সদর থানায় এসে একথা জানান। এসময় পুলিশ সংপার বলেন, থানাগুলোতে পুরোদমে মামলাগ্রহণ, জিডি, পেট্রোলিং, ট্রাফিক ব্যবস্থাপনা, গার্ডিংসহ পুলিশের সকল কার্যক্রম শুরু করা হয়েছে।
এক সপ্তাহ পর নওগাঁয় আবারো পুলিশের পোশাকে কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। সকাল থেকে শহরের মুক্তির মোড়ে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক ব্যবস্থা চালুর মধ্যে দিয়ে পুলিশ সদস্যরা কাজ শুরু করেন।
ঝালকাঠিতে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে পুলিশ সদস্যরা।সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে উপস্থিত হয়ে ট্রাফিক কন্ট্রোলের কার্যক্রম শুরু করেছে জেলা ট্রাফিক বিভাগের সদস্যরা।
গাজীপুরে যোগদান করেছে ট্রাফিক পুলিশের সদস্যরা। মহানগরের চান্দনা চৌরাস্তা,ভোগরা বাইপাস,কোনাবাড়িসহ বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের সঙ্গে সাধারন শিক্ষার্থীরাও কাজ করছে।
মানিকগঞ্জে কোর্ট পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে মানিকগঞ্জের আদালতগুলোতে কোর্ট পুলিশ পুরোদমে আগের ন্যায় তাদের কার্যক্রম শুরু করেন।
চুয়াডাঙ্গায় টানা ৮ দিন পর কর্মস্থলে ফিরেছে পুলিশ। সকাল থেকে ট্রাফিক পুলিশের সদস্যরা সড়কে দায়িত্ব পালন করছে। সড়কে শৃংখলা ফেরাতে ট্রাফিক পুলিশের কর্মব্যস্ততা বেড়েছে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে।
মেহেরপুর জেলা পুলিশের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। তিনটি থানার প্রাথমিক কার্যক্রমের পাশাপাশি সড়কে শৃঙ্খলতা ফেরাতে রাস্তায় রয়েছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এদিকে, থানা গুলোতে জিডি, অভিযোগ, মামলা দায়েরসহ পুলিশের প্রাত্যহিক কাজকর্ম চালু করা হয় তিন থানায়।
নোয়াখালীতে ৮ থানায় সেনাবাহিনীর সহায়তায় কার্যক্রম শুরু হয়েছে সকাল থেকেই।