সারাদেশে গণঅবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ
- আপডেট সময় : ০১:০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
সারাদেশে গণঅবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ বরিশাল জেলা ও মহানগর শাখার বক্তারা দেশব্যাপী উগ্র সাম্প্রদায়িক হামলা, মন্দির ভাংচুর, বাড়ীঘর লুট, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদ জানান। এসব ঘটনায় দায়ীদের কঠোর বিচার দাবী করেন। নগরীর টাউন হলের সামনে বিক্ষোভ সমাবেশ ও প্রতিকী অনশন।
দেশের বিভিন্ন স্থানে মন্দির, পূজামণ্ডপ, বসতবাড়ি, ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে চুয়াডাঙ্গায় গণঅনশন এবং গণঅবস্থান পালিত হচ্ছে। সকালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে শহীদ মিনারের পাদদেশে এ কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখা।
একই দাবিতে গণঅবস্থান পালন করেছে পরিষদ মানিকগঞ্জ জেলা শাখা। সকাল ৬ থেকে শহীদ স্মৃতিস্তম্ভের পাদদেশে এ গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি চলে ১২টা পর্যন্ত। এসময় তারা ৭২-এর সংবিধান পুণপ্রতিষ্ঠা,সংখ্যালঘু কমিশন গঠন করা, দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।