সারাদেশে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা
- আপডেট সময় : ০৫:৫১:২৪ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
- / ১৬৮৯ বার পড়া হয়েছে
জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন প্রার্থী সমর্থকরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। সাফাই গেইছেন নিজ নিজ প্রার্থীর পক্ষে।
দিনাজপুর জেলা শহর থেকে পশ্চিমে পূর্ণভবা নদী পেরুতেই ভারতের সাথে সীমান্ত বিরল ও বোচাগঞ্জ উপজেলা। পোস্টার ফেস্টুন ব্যানারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা। নিজ নিজ দলের প্রার্থীদের জিতাতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন সমর্থকরা।
প্রার্থীদের আশা ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে। সুষ্ঠুভাবে ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী তারা।
নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হননি কিশোরগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদ। তিনি স্বতন্ত্র প্রার্থী মেজর আখতারুজ্জামান রঞ্জনের পক্ষে নির্বাচন করার ঘোষণা দেন।
বর্তমান সংসদ সদস্য সমর্থন দেওয়াতে জয়ের ব্যাপারে অনেকটাই আশাবাদী আখতারুজ্জামান রঞ্জন।
এদিকে, আওয়ামী লীগের সংসদ সদস্য হয়ে নৌকার পক্ষে সমর্থন না দেয়ায় ক্ষোভ জানিয়েছেন দ্বাদশ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়া প্রার্থী।
যশোর-১ আসনে কে হবেন বিজয়ী তা নিয়ে চলছে বাজারে ও চায়ের দোকানে গভীর রাত পর্যন্ত আলোচনা সমালোচনা। শিল্পপতি শেখ আফিল উদ্দিন এ আসনে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার শতভাগ আশাবাদি। অপর দিকে ছেড়ে কথা বলতে নারাজ স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র লিটন
৭ জানুয়ারীর আগ দিয়ে আঞ্চলিক রাজনীতি আরো সরগরম হয়ে ওঠার সম্ভাবনা দেখেছেন স্থানীয়রা।