সারাদেশে জাতীয় যুব দিবস পালিত
- আপডেট সময় : ০৬:০১:১৯ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
“দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”- এই স্লোগানে ময়মনসিংহ, দিনাজপুর, সিরাজগঞ্জ, নেত্রকোণা, নওগাঁ ও গোপালগঞ্জসহ সারাদেশে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।
ময়মনসিংহে সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আযোজনে নগরীতে বর্ণাঢ্য রেলী এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়।
দিনাজপুরে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। সকালে দিনাজপুর শিশু একাডেমীতে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুরের সংগীত সংরক্ষিত মহিলা আসনের সাংসদ জাকিয়া তাবাসসুম জুই।
একই ইস্যুতে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। অনুষ্ঠান শেষে উপজেলার ২০ জন বেকার যুব নারী-পুরুষের মাঝে আত্নকর্মসংস্থানের জন্য ১০ লাখ ১০ হাজার টাকা রিন বিতরণ করা হয়।
নেত্রকোনায় আলোচনা সভা, সনদপত্র গাছের চারা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
“দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জে জেলা যুব উন্নয়র অধিদপ্তর কর্মসূচীর আয়োজন করে। সভা শেষে যুব উন্নয়নের বিভিন্ন ট্রেডের ২১ প্রশিক্ষণার্থীকে যুব-ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
এছাড়াও সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়া ও মৌলভীবাজারে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।