সারাদেশে জিপিএ-৫ দেড় লাখ শিক্ষার্থীর
- আপডেট সময় : ০৭:৫৭:৩২ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
- / ১৫১২ বার পড়া হয়েছে
২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন, যাদের সবাই পাস করেছেন। এরা সারাদেশের ৯ হাজার ৬৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল এবং অনলাইন ক্লাসের মূল্যায়নের ভিত্তিতে এই ফল প্রকাশিত হলো। এবার জিপিএ-ফাইভ পেয়েছেন এক লাখ ৬১ হাজার ৮০৭ জন পরীক্ষার্থী। জিপিএ-ফাইভ প্রাপ্তির শতকরা হার প্রায় ১২ শতাংশ। সকালে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি।
সকাল সাড়ে ১০টায় ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ঘোষণা করা হয় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে ফলাফল ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে অন্যপ্রান্তে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হাতে নিজ নিজ বোর্ডের ফলাফল হস্তান্তর করেন সব বোর্ডের চেয়ারম্যানরা।
করোনার কারণে ফলাফল ঘোষণা উপলক্ষে শিক্ষা-প্রতিষ্ঠানে সমাবেশ সম্পূর্ণ নিষেধ। তাই পরীক্ষাকেন্দ্রে অথবা শিক্ষা-প্রতিষ্ঠানে কোনো ফল পাঠানো হবে না। ফলাফল অনলাইনে প্রকাশিত হবে।
পাশাপাশি মোবাইল ফোনেও ফল পাওয়া যাবে। টেলিটক ওয়েবসাইট www.educationboardresults.gov.bd থেকে ফলাফল দেখা যাবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।
শিক্ষামন্ত্রী ডাঃ দিপুমনি জানান, সারাদেশে জিপিএ ৫ পেয়েছেন এক লাখ ৬১ হাজার ৮০৭ শিক্ষার্থী। এবার পাসের হার ও জিপিএ ৫ এর হার বেড়েছে। ২০১৯ সালে এইচএসসিতে পাসের হার ছিল ৭৩ দশমিক ৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৪৭ হাজার ২৮৬ শিক্ষার্থী। পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ শিক্ষার্থী
সব বোর্ডেই এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট পাসের হার শতভাগ। ঢাকা শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ২৬ হাজার ৪১ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৫৭ হাজার ৯২৬ শিক্ষার্থী। রাজশাহীতে মোট পরীক্ষার্থী ১ লাখ ৪৯ হাজার ৯৭৬ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ২৬ হাজার ৫৬৮ শিক্ষার্থী। কুমিল্লায় ১ লাখ ২ হাজার ৪৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৯ হাজার ৩৬৪ শিক্ষার্থী। যশোর শিক্ষাবোর্ডে ১ লাখ ২১ হাজার ৫২৮ জন এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১২ হাজার ৮৯২ শিক্ষার্থী। চট্টগ্রামে মোট পরীক্ষার্থী ছিলেন ৯৭ হাজার ৯৬৭ জনের মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১২ হাজার ১৪৩ শিক্ষার্থী। বরিশালে ৬৮ হাজার ৯২০ জনের জিপিএ ৫ পেয়েছেন ৫ হাজার ৫৬৮ জন। সিলেটে ৭৫ হাজার ৩২৩ জন এর মধ্যে ৪ হাজার ২৪২ জিপিএ ৫ পেয়েছেন। দিনাজপুর শিক্ষাবোর্ডে ১ লাখ ১৮ হাজার ৭৩৫ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১৪ হাজার ৮৭১ জন আর ময়মনসিংহ শিক্ষাবোর্ডে ৮৪ হাজার ৪০৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১০ হাজার ৪০ শিক্ষার্থী।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডেও পাসের হার শতভাগ।
পরীক্ষার ফলে কেউ অসন্তুষ্ট হয়ে সংক্ষুব্ধ হলে রিভিউয়ের সুযোগ থাকবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।