সারাদেশে ডেঙ্গুর বিস্তার নিয়ে উদ্বিগ্ন সরকার
- আপডেট সময় : ০৭:০২:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
ডেঙ্গুর বিস্তার নিয়ে উদ্বিগ্ন সরকার। হাসপাতালগুলোতে ২৪ ঘণ্টায় ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন ২৭৮ জন। এ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৮শ’ ৫৩ জন। সরকারী হিসেবেই এ যাবৎ মারা গেছেন ৪০ জন। ডেঙ্গু প্রতিরোধে আগামী বর্ষার অন্তত চার মাস আগে মশার হটস্পটে ওষুধ ছিটাবেন বলে জানান সিটি মেয়ররা। আর স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, এডিস মশা নিধনে কেবল সিটি কর্পোরেশন নয়, নাগরিকদেরও সমন্বিত উদ্যোগ নিতে হবে। সচিবালয়ের সভায় এসব কথা বলেন তারা।
প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী। কেবল রাজধানীই নয়, মহামারিকালে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় হিমশিম খাচ্ছে সারাদেশের হাসপাতালগুলোও।
বুধবার সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন, সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থার কার্যক্রম নিয়ে পর্যালোচনা সভায় যোগ দেন ঢাকার দুই মেয়র ও গাজীপুর সিটি মেয়র।
এ সময় ঢাকার মেয়ররা জানান, ডেঙ্গুর প্রকোপ রোধে চলছে জরিমানাসহ নানা প্রচারণা। একইসাথে নগরবাসীর সহযোগিতাও চান তারা।
স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, মশার উৎস ধ্বংস করতে ছাদবাগানকে আরও পরিষ্কার করার তাগিদ দেন। সমন্বিত মশা নিধনে গুরুত্ব দেন তিনি।
শুধু মেয়র নয় মশার প্রকোপ কমাতে কাউন্সিলরদের আরও কার্যকর ভূমিকা রাখার আহবানও জানান তারা।