সারাদেশে দ্বিতীয় দফার পৌর নির্বাচনে চলছে শেষ মুহূর্তের প্রচারণা
- আপডেট সময় : ০২:২২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
সারাদেশে দ্বিতীয় দফার পৌর নির্বাচনে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। মাগুরায় ইভিএম নিয়ে ভোটারদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা। ঝিনাইদহের শৈলকুপায় বিএনপি’র মেয়র প্রার্থীর অভিযোগ না থাকলেও, মুখোমুখি অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী। মেহেরপুরের গাংনীতে প্রার্থীদের দেয়া নানা প্রতিশ্রুতি বিবেচনায় রেখে এবার ভোট দেবেন বলে জানান ভোটাররা।
মাগুরা পৌরসভা নির্বাচনের প্রচারণা এখন তুঙ্গে। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি’র পাশাপাশি প্রার্থী দিয়েছে ইসলামি আন্দোলনও। সাধারণ জনগণের মধ্যে রয়েছে অনেক প্রত্যাশা।
প্রথমবার ইভিএমে ভোট দেয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে সংশয় থাকলেও, বিএনপি’র মেয়র প্রার্থী ইতিবাচক। আর, নৌকার প্রার্থী বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
ভোটারদের জন্য ইভিএম নিয়ে প্রশিক্ষণের কথা জানান, নির্বাচন কর্মকর্তা। এদিকে, ঝিনাইদহের শৈলকূপা পৌরসভা নির্বাচনও হবে ইভিএমে। ১৫টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন করা হবে। নতুন পদ্ধতিতে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেয়ার জন্য অপেক্ষা করছে ভোটাররা।
আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৈয়বুর রহমান খাঁন। বিএনপি’র মেয়র প্রার্থী জানান, আওয়ামী লীগের দু’পক্ষের মারামারির কারনে ভোটাররা ভয় পাচ্ছে।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী সব অভিযোগ অস্বীকার করেন। মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও এক জন স্বতন্ত্র প্রার্থী। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে মেহেরপুরের গাংনী পৌরসভা। বর্তমান প্রচারণা পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী খুশি। তবে, ভোটের দিন নিয়ে শংকা জানিয়েছে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা। এদিকে সততার সাথে উন্নয়নে করবে, এমন প্রার্থীকে ভোট দিতে চান ভোটাররা।
সুষ্ঠু ভোট নিয়ে গণমাধ্যমের কাছে শঙ্কা জানায় বিএনপি’র মেয়র প্রার্থী। আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র। বিজয়ী হওয়ার আশা করছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। পৌরসভার মোট ভোটারের মধ্যে পুরুষ ৯ হাজার ৭৬০ ও নারী ১০ হাজার ৫৯৭ জান।