সারাদেশে নানা আয়োজনে বিশ্ব ডিম দিবস পালিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকাসহ সারাদেশে নানা আয়োজনে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য— “প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই” শ্লোগান নিয়ে বিভিন্ন স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব ডিম দিবস উপলক্ষে সকালে ঢাকার একটি হোটেলে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল, ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্সেস অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখা এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার যৌথ উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, মহামারি করোনায় মানুষের কর্মশক্তির উপর প্রভাব পড়ায় মেধাশক্তিও কিছুটা হারিয়েছে। তাই, করোনার ঘাটতি পুরণে ও পুষ্টিসমৃদ্ধ দেশ গড়তে মাছ-মাংসের পাশাপাশি ডিম খাওয়ার আহ্বান জানান শ ম রেজাউল করিম। ডিম উৎপাদন বাড়াতে চাহিদা বাড়ানোর উদ্যোগ নেয়ার আহবান জানান তিনি।