সারাদেশে প্রচন্ড শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে
- আপডেট সময় : ১১:১২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫২ বার পড়া হয়েছে
সারাদেশে প্রচন্ড শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হাসপাতালগুলোতে শীত জনিত শিশু রোগীর সংখ্যা বেড়েই চলেছে।
প্রচন্ড শীত আর ঘন কুয়াশায় কুষ্টিয়ার জনজীবন বিপর্যস্ত ।খড় কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত মোকাবেলা করছে নিম্ন বিত্ত আয়ের মানুষ। অতিরিক্ত শীতে বেড়েছে শিশুদের ঠান্ডাজনিত রোগ। সেই সাথে অবহাওয়া পরিবর্তনের ফলে শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়াতে। এতে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে শিশু রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
ময়মনসিংহে বেশ কিছুদিন যাবত হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীত থেকে বাঁচতে গরম কাপড়ের দোকানে ভিড় করছে মানুষ। দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বেলে গাড়ী চলাচল করছে।
সিরাজগঞ্জে হঠাৎ করে বাড়ছে শীতের তীব্রতা আর কনকনে ঠান্ডা বাতাস বইছে। এতে করে গ্রাম বাংলা হতোদরিদ্র ও খেটে খাওয়া মানুষ পড়েছে বিপাকে।
টানা ৫ দিন ধরে শেরপুরে শীতের তীব্রতা কমেনি।এতে দিনমজুর-কর্মজীবী এবং দুস্থ শীতার্তরা দুর্ভোগে রয়েছে।এদিকে, জেলা প্রশসনের পক্ষ থেকে প্রতিদিন রাতে শীতার্ত দুস্থদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।
নড়াইলে কনকনে শীতে শ্রমজীবীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।তবে শীত উপেক্ষা করেই ভোরে কাজে বের হতে হচ্ছে কর্মজীবী খেটে খাওয়া মানুষদের।
চুয়াডাঙ্গায় ৭ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসে মধ্যে তাপমাত্রা উঠানামা করছে। চলমান শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন।আজ সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস।