সারাদেশে প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতিসহ ১১ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ

- আপডেট সময় : ০৬:৪৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
সারাদেশে প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিওভুক্তিসহ ১১ দফা দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি।
নেত্রকোনায় প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি, এমপিও ও শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নের দাবীতে নেত্রকোনায় এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।
স্বীকৃতি এবং এমপিওভুক্তিকরণসহ ১১ দফা দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে কুড়িগ্রাম প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি। এতে জেলার ৫০টি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষক ও তাদের পরিবারের সদস্যরা মানববন্ধনে অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন সাংবাদিক সম্পাদক এসএম ছানালাল বকসীসহ অন্যরা।
চাকুরী স্থায়ীকরণ, সময়মত বেতন-ভাতা প্রদানসহ ৭ দফা দাবীতে দিনাজপুরে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে জেলার ১৩টি উপজেলা প্রতিবন্ধী স্কুলের শিক্ষক-কর্মচারীরা। এসময় বক্তারা, নিয়মিত বেতন-ভাতার দাবি জানান।
প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিও ভুক্তিসহ বেশ কয়েকটি দাবিতে সকালে ঝিনাইদহে মানবন্ধ করেছে প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ জেলা শাখা। এসময় বক্তারা, প্রতিবন্ধীতা সম্পর্কিত সম্মিলিত বিশেষ শিক্ষা নীতিমালা অনুযায়ী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবা জানান।